অক্টোবর ০১, সিএমজি বাংলা ডেস্ক: বিদেশি পর্যটকদের জন্য পেমেন্ট পরিষেবা আরও সহজ ও উন্নত করছে চীন। এ লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সোমবার চীন সরকার এমন ঘোষণা দিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ প্রশাসন ও জাতীয় ডেটা প্রশাসন কর্তৃক প্রকাশিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আটটি শহরে মোবাইল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করে তুলতে একটি নতুন পাইলট প্রোগ্রাম শুরু করা হয়েছে। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিদেশী ক্রেডিট কার্ড গ্রহণের জন্য মোবাইল পেমেন্ট কোড সহজে পেতে পারে। এর ফলে গ্রাহকরা আরও সহজে এবং নিরাপদে তাদের পছন্দের পণ্য ও সেবা কিনতে পারবেন।
পাইলট প্রকল্পের আওতাধীন শহরগুলো হলো সুচৌ, হাংচৌ, চিনান, উহান, চাংশা, শেনচেন, ছেংতু এবং শিআন। প্রোগ্রামটি প্রায় ১১ মিলিয়ন ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে উপকৃত করবে।
চলতি বছরের প্রথম নয় মাসে, চীনের মূল ভূখণ্ডে প্রায় ৯ দশমিক ৫ কোটি ইনবাউন্ড পর্যটক আগমন করেছে, যা গত বছরের তুলনায় ৫৫ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শুভ/শান্তা