অক্টোবর ০১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বৈশ্বিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্বনেতারা। গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল সোমবার বিশ্বনেতারা এমন আগ্রহের কথা জানিয়েছেন। তারা বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে চীনের অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন।
চীনের বিগত ৭৫ বছরের উন্নয়ন সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে সার্বিয়ার প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভুচিচ বলেন, সার্বিয়া ও চীনের জনগণ খুব কঠিন সময়গুলোতেও একই চিন্তা করে চলেছে এবং একে অপরের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দুই দেশের মধ্যকার এই বন্ধুত্ব সবসময় থাকবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা জনগণ জাতীয় স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি চীন। গত ৭৫ বছরে চীন ক্রমাগত প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবনকে উৎসাহিত করেছে।
সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডিস বলেন, ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও চীন-সাইপ্রাস সম্পর্ক গভীর বন্ধুত্ব অটুট রয়েছে। সাইপ্রাস এক চীন নীতির প্রতি অবিচলভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ইইউ-চীন সম্পর্কের উন্নয়নকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং চীনের সঙ্গে সাইপ্রাস-চীন এবং ইইউ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করার জন্য প্রস্তুত।
মাল্টার প্রেসিডেন্ট মায়রিয়াম স্পিটারি ডিবোনো বলেন, মাল্টা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার পর থেকে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং শক্তিশালী দ্বিপাক্ষিক উন্নয়ন বজায় রেখেছে। দুই দেশের জনগণের কল্যাণের জন্য চীনের সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধিতে আগ্রহী তারা।
কিরগিজস্তানের প্রধানমন্ত্রী আকিলবেক জাপারোভ বলেন, চীন সফল আধুনিকায়নের পথে অগ্রসর হয়েছে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর অধীনে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা ছড়িয়ে দিয়েছে। কিরগিজস্তান চীনের সঙ্গে বন্ধুত্ব এবং সহযোগিতা আরও জোরদার করার আশা করে, যা উভয় দেশের সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
এছাড়া চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ এডওয়ার্ড ডেভিস, থাইল্যান্ডের জাতীয় পরিষদের সভাপতি ওয়ান মুহাম্মদ নুর মাথা, হাঙ্গেরিয়ান জাতীয় পরিষদের স্পিকার লাসলো কোভার, হন্ডুরাসের জাতীয় কংগ্রেসের সভাপতি লুইস রেডোন্ডো।
শুভ/শান্তা