চীন-জাপান-দক্ষিণ কোরিয়া পরিবেশমন্ত্রীদের ২৫তম বৈঠক অনুষ্ঠিত
2024-09-30 20:19:46

সেপ্টেম্বর ৩০: চীন-জাপান-দক্ষিণ কোরিয়া পরিবেশমন্ত্রীদের ২৫তম বৈঠক গত শনিবার ও রোববার দক্ষিণ কোরিয়ার জেজুতে অনুষ্ঠিত হয়েছে। তিন পক্ষের প্রতিনিধিরা তাদের দেশের পরিবেশগত নীতি ও পরিবেশ সংরক্ষণের সর্বশেষ অগ্রগতির পরিচয় করিয়ে দিয়েছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত ইস্যু নিয়ে মতবিনিময় করেছেন।

চীনা পরিবেশমন্ত্রী হুয়াং রুন ছিউ বলেন, চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার নেতাদের সম্মেলনে পৌঁছানো টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ধারাবাহিক মতৈক্য তিন দেশের পরিবেশগত সহযোগিতার জন্য দিক নির্দেশনা দিয়েছে ও নতুন চালিকাশক্তি যুগিয়েছে।

তিনি বলেন, চীনা সরকার পরিবেশগত সভ্যতা নির্মাণ ও পরিবেশ সংরক্ষণকে অত্যন্ত গুরুত্ব দেয়। জুলাই অনুষ্ঠিত সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে পরিবেশগত সভ্যতা ব্যবস্থা সংস্কার গভীরতর করার গুরুত্বপূর্ণ লক্ষ্য ও পদক্ষেপ উত্থাপন করেছে। চীনও মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজের ধারণা নিয়ে বিশ্বব্যাপী জলবায়ু ও পরিবেশ পরিচালনায় অংশগ্রহণ করেছে, সক্রিয়ভাবে বহুপাক্ষিক পরিবেশগত সহযোগিতা করেছে, পৃথিবী রক্ষার জন্য যৌথ প্রচেষ্টা করেছে।

দক্ষিণ কোরিয়ার পরিবেশমন্ত্রী কিম হায়ো-সিওপ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৃত্তাকার অর্থনীতি, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ইত্যাদি ক্ষেত্রে তাদের নীতি ও পদক্ষেপ প্রবর্তন করেছেন। জাপানের পরিবেশমন্ত্রী শীনতারো ইতো জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা, সামুদ্রিক আবর্জনা ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে তাদের অগ্রগতি ও পদক্ষেপ পরিচয় দিয়েছেন।

বৈঠকে তিন পরিবেশমন্ত্রী যৌথভাবে ‘চীন-জাপনা-দক্ষিণ কোরিয়া পরিবেশমন্ত্রীদের ২৫তম বৈঠকের যৌথ বিবৃতি স্বাক্ষর করেছেন।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)