চীনের শিক্ষার স্তর ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি অব্যাহত
2024-09-30 18:53:48

সেপ্টেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক : গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে সমগ্র দেশের শিক্ষার স্তর এবং স্বাস্থ্য-পরিচর্যা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।  সম্প্রতি জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার প্রথম দিকে, ৮০ শতাংশেরও বেশি মানুষ ছিলো নিরক্ষর।কিন্তু বর্তমানে উচ্চশিক্ষায় চীনের মোট তালিকাভুক্তির হার ৬০ শতাংশ ছাড়িয়েছে, যা বিশ্বে প্রথম স্থানে রয়েছে।

২০২৩ সালে, প্রি-স্কুল শিক্ষার মোট তালিকাভুক্তির হার, নয় বছরের বাধ্যতামূলক শিক্ষার একত্রীকরণের হার এবং উচ্চ মাধ্যমিক স্কুলের সামগ্রিক তালিকাভুক্তির হার যথাক্রমে ৯১ দশমিক ১ শতাংশ, ৯৫ দশমিক ৭ শতাংশ এবং ৯১ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। ১৯৪৯ সালের তুলনায় যা ৬ দশমিক ৪ গুণ এবং ১০৩ গুণ।  চীনের মানবসম্পদ এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মানব সম্পদের সংখ্যা বিশ্বে প্রথম স্থানে রয়েছে।

গত ৭৫ বছরে চীনের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ক্রমাগত উন্নতি করেছে। ২০২৩ সালের শেষ নাগাদ চীনে ১ কোটি ১ লাখ ৭০ হাজার শয্যা এবং ১ কোটি ২৪ লাখ ৯০ হাজার স্বাস্থ্যকর্মী  ১০ লাখ ৭০ হাজার চিকিৎসা কেন্দ্র এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে ওঠে।  ২০২০ সালে প্রত্যাশিত গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৮ বছরে। ১৯৪৯ সালের চেয়ে যা ৪৩ বছর বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ঐশী/ফয়সল