সেপ্টেম্বর ৩০: রোববার ইসরায়েল ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হুদায়দাহ প্রদেশে বিমান-হামলা চালায়। এতে অন্তত ৪ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। হুথি বিদ্রোহীনিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির বরাতে এ তথ্য জানা গেছে।
খবরে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ইসরায়েল হুদায়দাহ বন্দর ও রাস ইসা বন্দর এবং আরও দুটি বিদ্যুত কারখানার উপর ধারাবাহিক বিমান-হামলা চালায়। এতে বন্দরের একজন শ্রমিক ও একটি বিদ্যুতের কারখানার তিন জন প্রযুক্তিবিদ নিহত হন।
হুদায়দাহ শহরের একজন সরকারি কর্মকর্তা জানান, বন্দরের গুরুত্বপূর্ণ জায়গার উপর ইসরায়েল বহুবার হামলা চালিয়ে, তেলের ট্যাংক ও আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে। (প্রেমা/আলিম/ছাই)