নেপালে ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ১৭০
2024-09-30 11:25:41

সেপ্টেম্বর ৩০: নেপালে রোববার রাত পর্যন্ত, অবিরাম ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭০ জনে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতিতে এ তথ্য জনায়।

বিবৃতিতে বলা হয়, দুর্যোগে ১১১ জন আহত হয়েছেন এবং ৪২ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে, নেপালের অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ৮০টি জাতীয় মহাসড়কের মধ্যে  ৪৭টিতে যান চলাচল বন্ধ আছে।

আর, নেপালের জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা এক প্রেস ব্রিফিংয়ে জানান, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে, জলবিদ্যুৎ কেন্দ্র ও সেচ-সুবিধাগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেব অনুসারে, ক্ষয়ক্ষতি হয়েছে ৪৩৫০ কোটি নেপালি রুপির (প্রায় ৩ কোটি ২৬ লাখ মার্কিন ডলার)। (রুবি/আলিম/সুবর্ণা)