মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন
2024-09-30 11:26:29


সেপ্টেম্বর ৩০: ইরান ও অন্যান্য পক্ষের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি বাড়াবে। পাশাপাশি, সামুদ্রিক স্ট্রাইক ফোর্স বজায় রাখা হবে এবং আকাশ থেকে আক্রমণের শক্তি বৃদ্ধি করা হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাট্রিক রাইডার গতকাল (রোববার) এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্য পরিস্থিতি-সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো দেখছেন এবং সে-অনুযায়ী সেখানে মার্কিন সেনা মোতায়েন সমন্বয় করবেন। আর এর মূল লক্ষ্য হবে, এতদঞ্চলে মার্কিন নাগরিক ও সৈন্যদের নিরাপত্তা নিশ্চিত করা, ইসরায়েলকে রক্ষা করা, এবং প্রতিরোধ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস করা।

রাইডার আরও বলেন, অস্টিন মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত ‘আব্রাহাম লিঙ্কন’ যুদ্ধজাহাজকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন যুদ্ধক্ষেত্রে অবস্থান করার নির্দেশও দিয়েছেন। (রুবি/আলিম/সুবর্ণা)