লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানালো চীন
2024-09-30 11:23:40

সেপ্টেম্বর ৩০: মধ্যপ্রাচ্য পরিস্থিতির ক্রমাগত অবনতিতে চীন উদ্বিগ্ন। লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনকারী যে-কোনো আচরণ এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দাও জানায় চীন। সংশ্লিষ্ট পক্ষের উচিত উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকা। সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলায় হেজবুল্লাহের নেতা হাসান নাসরুল্লাহর নিহত হবার ঘটনাসংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন চীনের জনৈক মুখপাত্র।

মুখপাত্র বলেন, ইসরায়েলকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আঞ্চলিক উত্তেজনাময় পরিস্থিতি প্রশমনে উদ্যোগ নিতে হবে। লেবানন পরিস্থিতির অবনতি, গাজার সংঘর্ষ গুরুতর হওয়ার বহিঃপ্রকাশ। এ অবস্থায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব মেনে চলা এবং যত দ্রুত সম্ভব গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করা খুবই জরুরি। (সুবর্ণা/আলিম/রুবি)