তিব্বত ১৪.৬ বিলিয়ন কিলোওয়াট পরিচ্ছন্ন বিদ্যুৎ অন্যান্য প্রদেশে পাঠিয়েছে
2024-09-30 20:01:00

সেপ্টেম্বর ৩০: ২০১৫ সাল থেকে, চলতি বছরের আগস্টের শেষ নাগাদ তিব্বত ১৪.৬ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার পরিচ্ছন্ন বিদ্যুৎ অন্য প্রদেশগুলোতে পাঠিয়েছে। এতে বিদ্যুৎ প্রাপ্ত প্রদেশগুলোয় প্রায় ৪.৪৮ মিলিয়ন টন কয়লার ব্যবহার কমেছে এবং প্রায় ১১.১৭ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমেছে।

সাম্প্রতিক বছরগুলোতে তিব্বতের বিদ্যুৎ নেটওয়ার্কের দ্রুত উন্নয়ন হয়েছে, গত মাস পর্যন্ত মোট নির্মাণের বিনিয়োগ প্রায় ৮৫.৬ বিলিয়ন ইউয়ান, মোট বিদ্যুৎ ক্ষমতা ৬.৮১৯ বিলিয়ন কিলোওয়াটে পৌঁছেছে। বর্তমানে তিব্বতে প্রধানত পানি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তাছাড়া ভূগর্ভস্থ তাপ, বায়ু ও সৌর বিদ্যুৎ রয়েছে। একাধিক বৈদ্যুতিক রূপান্তরের মাধ্যমে এখন তিব্বতের প্রধান বিদ্যুৎ গ্রিড ২০১২ সালের ৪০টি জেলা ও গ্রাম থেকে ২০২৩ সালের ৭৪টি জেলা ও গ্রামের সবকটি কভার করেছে, বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতার হার ৯৯.৪৮ শতাংশে উন্নত হয়েছে।

তিব্বতের নিজের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের চাহিদা মেটানোর ভিত্তিতে তিব্বত অন্যান্য প্রদেশে বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণ করবে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)