শাংহাই আন্তর্জাতিক শিল্পকলা উত্সবে অংশ নেবেন ৫ সহস্রাধিক শিল্পী
2024-09-30 11:22:37


সেপ্টেম্বর ৩০: চীনের শাংহাই ২৩তম আন্তর্জাতিক শিল্পকলা উত্সব ১৮ অক্টোবর শুরু হবে; চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এতে  বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলের প্রায় ৫০০০ জন শিল্পী অংশগ্রহণ করবেন।

শাংহাই আন্তর্জাতিক শিল্পকলা উত্সব চীনের সবচেয়ে প্রভাবশালী ও সুপরিচিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর অন্যতম। প্রতিবছর অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত এ অনুষ্ঠান আয়োজিত হয়। এটি বাইরের দুনিয়ার সাথে চীনের সভ্যতা-বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।

এবারের উত্সবে মোট ১৬৩টি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ বিদেশী। লন্ডন সিম্ফনি অর্কেস্ট্রা আর মন্টে কার্লো ব্যালেসহ বিশ্বের শ্রেষ্ঠ শিল্পীরা শাংহাই আসবেন।

উত্সবে চীনের ‘তুনহুয়াং থেকে ফিরে আসা’ এবং ‘চিউ ক্য’সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীও স্থান পাবে। (সুবর্ণা/আলিম/রুবি)