ভিসা ছাড়াই চীনে প্রবেশের সুযোগ পেলো আরও ৪ দেশের নাগরিক
2024-09-30 18:54:35

সেপ্টেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: ভিসা ছাড়াই চীনের প্রবেশের সুযোগ পেলো পর্তুগাল, গ্রিস, সাইপ্রাস এবং স্লোভেনিয়ার নাগরিকরা। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৪ সালের ১৫ আক্টোবর থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্তুগাল, গ্রিস, সাইপ্রাস এবং স্লোভেনিয়ার নাগরিকদের জন্য ভিসা-মুক্ত নীতি প্রয়োগ করা হলো।

মূলত মহামারি পরবর্তী পর্যটনকে উৎসাহিত করতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এর আগে আরও বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা-ফ্রি প্রবেশাধিকার দিয়েছে। এই সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে- ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, থাইল্যান্ড ও মালয়েশিয়া।

শুভ/শান্তা