চীনের প্রজাতন্ত্র পদক পেলেন যে চারজন
2024-09-29 16:59:47


সেপ্টেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: গণপ্রজাতন্ত্রী চীনের নির্মাণ ও উন্নয়নে মহান অবদানের জন্য রোববার দেশটির তিন বিখ্যাত বিজ্ঞানী এবং একজন প্রবীণ সৈনিককে প্রজাতন্ত্র পদক দেওয়া হয়েছে।

পদক পেয়েছেন প্রয়াত ওয়াং ইয়ংচি। তিনি ছিলেন একজন ক্ষেপণাস্ত্র ও রকেট বিশেষজ্ঞ এবং চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির পথিকৃৎ। এ ছাড়া প্রজাতন্ত্র পদক পেয়েছেন লিউকেমিয়া চিকিৎসায় অনবদ্য সাফল্যের জন্য সুনাম অর্জনকারী ওয়াং চেনইয়ি, কৃষি বিজ্ঞানী লি চেনশেং এবং প্রবীণ যোদ্ধা হুয়াং চোংতে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত অনুষ্ঠানে পদক পান তারা।

প্রয়াত ওয়াং ইয়ংচি ২০০৩ সালে চীনের শীর্ষ বিজ্ঞান পুরস্কার পেয়েছিলেন। এ বছরের জুনে ৯২ বছর বয়সে মারা যান তিনি। মহাকাশ অনুসন্ধানে চীনা বিজ্ঞানী ও প্রকৌশলীদের অনুপ্রেরণার উৎস তিনি।

চাইনিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষাবিদ এবং শাংহাই চিয়াও থোং ইউনিভার্সিটির আজীবন অধ্যাপক ওয়াং চেনইয়ি সাশ্রয়ী মূল্যের লিউকেমিয়া চিকিৎসায় দারুণ অবদান রেখেছেন। ২০১০ সালে চীনের শীর্ষ বিজ্ঞান পুরস্কার পান তিনি।

চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের শিক্ষাবিদ লি চেনশেং সংকরায়নের মাধ্যমে গমের একটি জাত উদ্ভাবন করেছেন, যা চীনের খাদ্য নিরাপত্তায় অবদান রেখেছে। ২০০৬ সালে চীনের শীর্ষ বিজ্ঞান পুরস্কার লাভ করেন তিনি।

হুয়াং চোংতে ৯৩ বছর বয়সী কিংবদন্তি যোদ্ধা। ১৭ বছর বয়সে বিপ্লবে যোগ দিয়েছিলেন এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কোরিয়াকে সাহায্য করার যুদ্ধেও অংশ নিয়েছিলেন।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি