জাতীয় দিবসের ‘সোনালি সপ্তাহের’ ছুটিতে ১৭৫ মিলিয়ন যাত্রী রেলভ্রমণ করবে
2024-09-29 18:40:07

সেপ্টেম্বর ২৯: চীনের জাতীয় দিবসের ‘সোনালি সপ্তাহের’ ছুটির রেল পরিবহন আজ (রোববার) থেকে শুরু হয়েছে। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ১০ দিনে ১৭৫ মিলিয়ন যাত্রী রেলপথ ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। পহেলা অক্টোবর সবচেয়ে বেশি যাত্রী হবে। এদিন ২১ মিলিয়ন যাত্রী রেলসেবা পাবে। চায়না স্টেট রেলওয়ে গ্রুপ লিমিটেড কোম্পানি এ তথ্য দিয়েছে।

 

জাতীয় রেলওয়ে গ্রুপের যাত্রী পরিবহন বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা বলেন যে, এ বছরের জাতীয় দিবসের ছুটিতে পর্যটক প্রবাহ, পারিবারিক ভ্রমণ প্রবাহ এবং ছাত্রদের প্রবাহ রয়েছে। তাই, রেলপথে যাত্রীদের উচ্চ প্রবাহ বজায় থাকতে পারে।

বিভিন্ন অঞ্চলের রেল বিভাগগুলো সক্রিয়ভাবে যাত্রীদের ভ্রমণের শক্তিশালী বৃদ্ধির চাহিদা পূরণ করছে, পরিবহন ক্ষমতা বৃদ্ধি করছে এবং নানা সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করে ছুটির দিনে যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও উষ্ণ ভ্রমণে সহায়তা করছে।

লিলি/তৌহিদ