চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন আন্তোনিও গুতেহিস
2024-09-29 17:48:07

সেপ্টেম্বর ২৯: যুক্তরাষ্ট্র সময় শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেহিসের সঙ্গে সাক্ষাত করেছেন সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ওয়াং ই প্রথমে গুতেহিসকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছা পৌঁছে দেন। জাতিসংঘকে সুষ্ঠুভাবে ‘ভবিষ্যত শীর্ষ সম্মেলন’ আয়োজনের জন্য অভিনন্দন জানান। জাতিসংঘের সঙ্গে বিশ্ব শান্তি ও উন্নয়নে সহযোগিতা জোরদার করা, ‘ভবিষ্যত কনভেনশন’ বাস্তবায়ন করা এবং মানবজাতির আরো সুন্দর ভবিষ্যতের জন্য একযোগে কাজ করতে ইচ্ছুক চীন।

ওয়াং ই বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যত জটিলই হোক না কেন, জাতিসংঘের ক্ষমতাকে সুরক্ষা করা উচিত। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মানবজাতির অভিন্ন কল্যাণের কমিউনিটি এবং তিনটি বিশ্ব উদ্যোগ উত্থাপনের লক্ষ্য হলো জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং জাতিসংঘ সনদ কেন্দ্রিক আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করা। চীন জাতিসংঘকে সর্বোচ্চ সমর্থন দেয়।

জনাব গুতেহিস চীনা প্রেসিডেন্টকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, চীন দীর্ঘদিন ধরে জাতিসংঘকে সমর্থন দিয়ে আসছে, এজন্য তিনি কৃতজ্ঞ। বিশেষ করে, ভবিষ্যত শীর্ষ ফোরামে চীন উল্লেখযোগ্য অবদান রেখেছে।  বর্তমান বিশ্ব বিচ্ছিন্নতার ঝুঁকির মুখে রয়েছে। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট পক্ষের উচিত যৌথভাবে সংরক্ষণবাদের বিরোধিতা করা। বিশ্বের বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জের সমানে জাতিসংঘ নিজের দায়িত্ব পালন করবে। চীনের অব্যাহত গুরুত্বপূর্ণ ভূমিকাও প্রত্যাশা করেন তিনি।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)