সম্প্রতি চীনের কৃষকদের ফসল উত্সবের মূল অনুষ্ঠান হ্যেনান প্রদেশের খাইফেং শহরের লানখাও জেলায় আয়োজিত হয়। এটি ছিল চীনের কোটি কোটি কৃষকের উত্সব। চীনা কৃষকরা সাংবাদিকদের জানান, নতুন কাঠামো, নতুন সরঞ্জাম, ও নতুন প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ পুনরুজ্জীবনের কাজে ভূমিকা রাখছেন তাঁরা। আজকের অনুষ্ঠানে আমি চীনা গ্রামগুলোর নতুন দৃশ্য তুলে ধরবো।
উত্সবের দিনে, হ্যেনান কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির চেয়ারম্যান ওয়াং লিং কুয়াং ‘হ্যেনান প্রদেশের উচ্চ মান কৃষক প্রতিষ্ঠান গড়ে তোলা ও উদ্ভাবন প্রতিযোগিতার প্রথম পুরস্কার’ লাভ করেন। তিনি বলেন, তাঁর কোম্পানির ভূমির আয়তন ১১ হাজার হেক্টর ছাড়িয়ে গেছে। চাষ, রোপণ, ব্যবস্থাপনা, ফসল সংগ্রহ, স্টোরেজ ও বিপণনের সম্পূর্ণ চেইন গড়ে তোলা ছাড়াও, কোম্পানিটি দশ বছরেরও বেশি সময় ধরে শত শত পেশাদার কৃষককে প্রশিক্ষণ দিয়ে আসছে।
তিনি আরও বলেন, কোম্পানির ভূমিতে চলতি বছরের শরতে ফসল হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিসহ নতুন কৃষি ব্যবস্থাপনার পদ্ধতি চীনা কৃষি শিল্পের প্রধান কাঠামোয় পরিণত হয়েছে। তিনি আরও বেশি তরুণ-তরুণীকে কৃষিকাজে অংশগ্রহণ করতে উত্সাহ দেন।
উত্সবের মূল অনুষ্ঠানে অংশগ্রহণকারী হ্যেনান প্রদেশের হুওছেথৌ কৃষি শিল্প প্রযুক্তি কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক চাং হং ওয়েই সাংবাদিককে বলেন, এবারের অনুষ্ঠানে তাঁরা প্রদর্শন করছেন মাটি আলগা করার একটি বিশেষ যন্ত্র। এটি মাটির মান উন্নয়ন, মাটির উর্বরতা বৃদ্ধি, শিকড়ের বৃদ্ধি ও বিকাশ, এবং কৃষিপণ্যের গুণমান উন্নয়নে ভূমিকা রাখে।
এদিকে, সিনসিয়াং শহরের হুয়াসি বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির সরঞ্জামগুলো অনেক কৃষকের দৃষ্টি আকর্ষণ করে। কোম্পানির বিক্রয় বিভাগের পরিচালক ইয়াং শি শেং বলেন, তাঁদের সরঞ্জামগুলো কৃষিকাজকে আরও কার্যকর করে তুলতে পারে। এসব সরঞ্জাম বিভিন্ন ধরণের ফসলের খড় সংগ্রহ ও সেগুলো বাইন্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।
অনুষ্ঠানে লানখাও জেলার ফুথাওজিয়া থানার হে গ্রামের কমিনিস্ট পার্টি কমিটির সম্পাদক চাং শু ফেং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে গ্রামটি ইতিবাচকভাবে মিষ্টি মেলন শিল্প উন্নত করে আসছে। গ্রামটির ৩৩ হেক্টর জমিতে মিষ্টি মেলন চাষ হচ্ছে। সারা গ্রামের ২ শতাধিক কৃষক মিষ্টি মেলন শিল্পের কাজ করেন। এ শরতে তাঁরা ফসল ঘরে তুলবেন।
চাং আরও বলেন, আমরা হ্যেনান প্রদেশের কৃষিবিজ্ঞান একাডিমি থেকে বিশিষ্ট মিষ্টি মেলনের জাত কিনেছি। প্রতি কেজি মিষ্টি মেলনের দাম প্রায় চার ইউয়ান। ০.০৬ হেক্টর জমিতে মিষ্টি মেলন চাষ করে ১০ হাজার ইউয়ান আয় করা যায়।
ফসল উত্সব অনুষ্ঠানে লানখাও জেলার ৫জি+উচ্চ মানের ফার্মল্যান্ড কমান্ড ও প্রেরণ প্ল্যাটফর্মের স্ক্রিন দশর্কদের দৃষ্টি আকর্ষণ করে। এতে জেলাটির ইফেং থানার কাছাকাছি চাষ ক্ষেত্রের চারার অবস্থা, আবহাওয়া, কীটপতঙ্গ ও রোগ, এবং আর্দ্রতা দেখা যায়। চায়না মোবাইল গ্রুপের জিনিসের ইন্টারনেট কোম্পানির পণ্য ব্যবস্থাপক দং জি ফেই বলেন, কৃষি ও গ্রামীণ বিভাগগুলোতে তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সরঞ্জাম সরবরাহ করার মাধ্যমে, জেলার মধ্যে কৃষিসম্পদ প্রেরণ ও দূরবর্তী ব্যবস্থাপনা অর্জন করা যেতে পারে।
দং আরও বলেন, ভবিষ্যতে কোম্পানি ৫জি, ইন্টারনেট অব থিংস, বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন অগ্রণী প্রযুক্তি ব্যবহার করে, কৃষি উৎপাদন পদ্ধতিতে মৌলিক পরিবর্তনের জন্য, কৃষির সকল দিককে একীকরণ করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)