সেপ্টেম্বর ২৯: গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষে লেবাননে ১৬৪০জন নিহত এবং ৮৪০৮জন আহত হয়েছে। লেবাননের জনস্বাস্থ্যমন্ত্রী আবিয়াদ গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ-কথা বলেছেন।
আবিয়াদ বলেন, নিহতদের মধ্যে ১০৪টি শিশু ও ১৯৪জন নারী রয়েছে। এ ছাড়া বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে এখনো নিহত ও নিখোঁজ মানুষ রয়েছে।
শনিবার লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহ শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর নতুন দফায় ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে আক্রমণ শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের লক্ষ্যবস্তুতে বিমান হামলা ও গোলাবর্ষণ করে প্রতিশোধ নেয়। ১৭ সেপ্টেম্বর লেবাননে এক বিস্ফোরণে লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ হঠাৎ করে বেড়ে যায়। ইসরায়েল সাম্প্রতিক দিনগুলিতে বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রায়শই হামলা চালিয়েছে; বিশেষ করে, হিজবুল্লাহর সিনিয়র নেতাদের ওপর।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)