এক চীন নীতিতে অস্পষ্টতার স্থান নেই: জাতিসংঘে ওয়াং ই
2024-09-29 16:53:51

সেপ্টেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্কে বলেছেন, জাতিসংঘে সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী হিসেবে গণপ্রজাতন্ত্রী চীনের ক্ষেত্রে কোনো ‘ধূসর অঞ্চল’ বা অস্পষ্টতার স্থান নেই।

শনিবার অধিবেশনের সাধারণ বিতর্কের সময় ওয়াং বিশ্ব নেতাদের বলেন, তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এই অঞ্চল একই সঙ্গে ইতিহাস ও বাস্তবতা।

ওয়াং বলেন, কায়রো ঘোষণা এবং পটসডাম ঘোষণা উভয়ই স্পষ্ট করেছে যে জাপান চীনের কাছ থেকে চুরি করা সমস্ত অঞ্চল, যেমন তাইওয়ান ও ফেঙ্গু দ্বীপপুঞ্জ চীনের অংশ হবে। এটি যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও জানান তিনি।

ওয়াং বিশ্বনেতাদের মনে করিয়ে দেন, জাতিসংঘের আগস্ট হলে ৫৩ বছর আগে সাধারণ পরিষদের ২৬তম অধিবেশনে ২৭৫৮ নম্বর রেজুলেশনটি সংখ্যাগরিষ্ঠের প্রস্তাবে গৃহীত হয়েছিল। তাতে বলা হয়েছিল, জাতিসংঘে চীনের একমাত্র বৈধ প্রতিনিধি হবে গণপ্রজাতন্ত্রী চীন এবং তাইওয়ান অঞ্চলের প্রতিনিধি ও এ সংক্রান্ত যাবতীয় সংগঠনকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হবে।

ওয়াং বলেন, ওই রেজুলেশন স্পষ্ট করা হয়েছিল যে ‘দুই চীন’ বা ‘এক চীন, এক তাইওয়ান’ বলে কিছু নেই এবং নীতিগত এই বিষয়ে, কোন ধূসর অঞ্চল বা অস্পষ্টতার স্থান নেই।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিনহুয়া