সেপ্টেম্বর ২৯: নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, স্থানীয় সময় গতকাল (শনিবার) সন্ধ্যা পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে কমপক্ষে ৬৬জন নিহত, ৬০জন আহত এবং ৬৯জন নিখোঁজ হয়েছে।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেন যে, কাঠমান্ডু উপত্যকায় সবচেয়ে বেশি অর্থাত্ ৩৪জন মারা গেছে। কিছু রাস্তা ও সেতু ধ্বংস হয়ে গেছে এবং নিরাপত্তা বাহিনী তিন হাজারেরও বেশি দুর্গত মানুষকে উদ্ধার করেছে। রাস্তা মেরামত হলো সরকারের অগ্রাধিকারমূলক কাজ। সরকার আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে বলে মুখপাত্র উল্লেখ করেন।
লিলি/তৌহিদ