ইসরায়েল-লেবানন উত্তেজনা নিয়ে চীনের উদ্বেগ প্রকাশ
2024-09-29 16:54:46

সেপ্টেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর এক বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। এ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন।

রোববার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।

এতে বলা হয়, লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন, নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে কোনও কর্মকাণ্ডের বিরোধিতা ও নিন্দা করে চীন। পাশাপাশি বিদ্বেষ এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির যে কোনও পদক্ষেপেরও বিরোধী চীন।

চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিশেষ করে ইসরায়েলকে অবিলম্বে পরিস্থিতি শান্ত করা এবং সংঘাত আরও বৃদ্ধি কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্রতিরোধ কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

শুভ/ফয়সল