সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান অনুষ্ঠান চীনে, খেতাবপ্রাপ্তদের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সি চিনপিং
2024-09-29 16:45:28

সেপ্টেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদানের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে চীন। রোববারের এ অনুষ্ঠানে জাতীয় পদক এবং সম্মানসূচক পদক দিয়ে খেতাবপ্রাপ্তদের প্রশংসা করেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

মেডেল অব দ্য রিপাবলিক পেয়েছেন চারজন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফকে দেওয়া হয়েছে ফ্রেন্ডশিপ মেডেল।

অনুষ্ঠানে তিন ধরনের পুরস্কার প্রদান করা হবে: গণপ্রজাতন্ত্রী পদক, মৈত্রী পদক এবং জাতীয় সম্মানজনক উপাধির পদক। জাতীয় সম্মানজনক উপাধির পদক মূলত লাল এবং সোনালী রঙের হয়ে থাকে। দশজনকে প্রদান করা হয় জাতীয় সম্মানসূচক পদক।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন