মার্কিন ও রুশ নভোচারীরা ‘ড্রাগন’ মহাকাশযানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাবে
2024-09-29 17:33:33

সেপ্টেম্বর ২৯: মার্কিন স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি কোম্পানির ‘ড্রাগন’ মহাকাশযান গতকাল (শনিবার) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এটি মার্কিন ও রুশ নভোচারীদের আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিয়ে যাচ্ছে।

‘ড্রাগন’ মহাকাশযান নবমবার নভোচারীদের আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিয়ে যাচ্ছে। এ দুই নভোচারী হলেন, মার্কিন নভোচারী নিক হেগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গরবুনড। তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে দুই শতাধিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তি প্রদর্শন পরিচালনা করবেন।

পরিকল্পনা অনুসারে ‘ড্রাগন’ মহাকাশযান আগামী ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরে আসবে। তখন দুই নভোচারী বোয়িং কোম্পানির ‘স্টারলাইনার’ মহাকাশযানের ব্যর্থতার কারণে স্পেস স্টেশন আটকা পড়া দু’জন মার্কিন নভোচারীকেও ফিরিয়ে আনবে।

(তুহিনা/তৌহিদ)