এওএইও থেকে প্রস্থান
2024-09-29 15:45:18

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’; আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্প লি ইউ ছুন’র কন্ঠে ‘এওএইও থেকে প্রস্থান’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে লি ইউ ছুন’র পরিচয় দেবো। ২০০৫ সালে তিনি দ্বিতীয় সুপার গার্ল চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পান। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘তোমার মতো’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি ইউ ছুন’র কন্ঠে ‘তোমার মতো’ শীর্ষক গান। ২০০৬ সালে তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘দা কুইন অ্যান্ড দা ড্রিম’ বছরের শেষে ১৩৭.৩ মিলিয়ন কপি বিক্রি হয়। ২০০৮ সালে ‘মাই’ অ্যালবামটি প্রকাশিত হয়। এটি যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনেও স্থান পায়। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘১৯৮৭, আমি জানি না তোমার সাথে দেখা হবে কি না’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি ইউ ছুন’র কন্ঠে ‘১৯৮৭, আমি জানি না তোমার সাথে দেখা হবে কি না’ শীর্ষক গান। ২০০৮ সালে প্রকাশিত তাঁর অ্যালবাম এমটিভি এশিয়ান সংগীত পুরষ্কার জিতে নেয়। তাঁর নিজের নামের অ্যালবাম ‘লি ইউছুন’ ২০০৯ সালে প্রকাশিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সিছুয়ান সূচিকর্ম’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। লি ইউ ছুন গানটির কথা লিখেছেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি ইউ ছুন’র কন্ঠে ‘সিছুয়ান সূচিকর্ম’ শীর্ষক গান। ২০০৯ সালে ম্যাডাম তুশো যাদুঘরে তার মোমের মূর্তি স্থান পায়। সাম্প্রতিক বছরগুলোতে লি ইউ ছুন ফ্যাশনজগতেও কাজ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘পাগল না-হলে, আমরা বৃদ্ধ হতে যাচ্ছি’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি ইউ ছুন’র কন্ঠে  ‘পাগল না-হলে, আমরা বৃদ্ধ হতে যাচ্ছি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মেয়ের জন্য’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটির কথা লি ইউ ছুন নিজে লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)