আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ড. কাজী মোস্তফা । বর্তমানে তিনি Xi’an Jiaotong-Liverpool বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এই বিশ্ববিদ্যালয় চীনের চিয়াং সু প্রদেশের সু চৌ শহরে অবস্থিত। তো চলুন, কথা বলি তাঁর সঙ্গে।