‘চীনের ঐতিহ্যবাহী ক্রীড়া বিষয়ক চীনের প্রথম উচ্চ পর্যায়ের ফোরাম’ বেইজিংয়ে অনুষ্ঠিত
2024-09-29 18:37:12

সেপ্টেম্বর ২৯: ‘ডিজিটাল ইন্টেলিজেন্স এমপাওয়ারমেন্ট: দ্য ফার্স্ট হাই-লেভেল ফোরাম অন ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অফ ট্র্যাডিশনাল চাইনিজ স্পোর্টস’ গতকাল (শনিবার) বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে। এতে চীনের ঐতিহ্যবাহী ক্রীড়া সংস্কৃতিকে বিদেশে প্রচার করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

 

এ ফোরামে, জিশু ইউনিভার্সিটির প্রাক্তন পার্টি সেক্রেটারি পাই চিন সিয়াং ‘ডিজিটাল বুদ্ধিমত্তা যুগে ঐতিহ্যবাহী ক্রীড়া সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষা এবং আন্তর্জাতিক সম্প্রচার’ শিরোনামে এক বক্তৃতা দিয়েছেন। বক্তৃতায় তিনি ডিজিটাল চিন্তাভাবনাকে শক্তিশালী করা এবং ডিজিটাল সম্পদকে একীভূত করার জন্য একটি ঐতিহ্যবাহী ক্রীড়া ডিজিটাল বুদ্ধিমত্তা যোগাযোগ মডেল তৈরি করার পরামর্শ দিয়েছেন।

 

চীনের রেনমিন ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের অধ্যাপক খুয়াং ওয়েনবো মনে করেন, নতুন মিডিয়া একটি শক্তিশালী সম্পর্কের যোগাযোগ- বিশেষ করে, সামাজিক যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করার মাধ্যম। যা প্রচলিত মিডিয়ার চেয়ে বেশি কার্যকর। এসব পণ্য আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ বাহক। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে স্বয়ংক্রিয় অনুবাদে বিচ্যুতি এড়ানো এবং আন্তর্জাতিক ক্রীড়া খাতে যোগাযোগে সাধারণ তথ্যের ভুলগুলো এড়ানো দরকার বলে মনে করেন তিনি।

 

লিলি/তৌহিদ/তুহিনা