চীনের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান চীনা রাজনৈতিক উপদেষ্টার
2024-09-29 16:48:43

সেপ্টেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: জনগণের সমর্থন পেতে, সকলের মতামতের একতা গড়ে তুলতে সর্বাত্মকভাবে প্যাট্রিওটিক ইউনাইটেড ফ্রন্টকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শক সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। শনিবার গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ওয়াং হুনিং বলেন, ‘চীনের আধুনিকীকরণে সকল চীনা জনগণের একসঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ।’

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও সম্পর্কে ওয়াং বলেন, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি দৃঢ় বাস্তবায়নে জোর দেন। পাশাপাশি তিনি তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা বিভাজনকারী কর্মকাণ্ড এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধের আহ্বান জানান।

এবারের উদযাপন অনুষ্ঠানে হংকং, ম্যাকাও, তাইওয়ান এবং বিদেশি চীনা সম্প্রদায় থেকে প্রায় ২ হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিনহুয়া