সেপ্টেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জনগণ দেশটির উন্নয়নে এবং চীনা ও বিদেশিদের সম্পর্কোন্নয়নে অবদান রাখা আন্তর্জাতিক বন্ধুদের কখনও ভুলবে না বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। রোববার বেইজিংয়ের মহা গণভবনে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রেসিডেন্ট সি বলেন, গেল ৭৫ বছরে অনেক পুরনো এবং ভালো বন্ধু রয়েছে যারা একই অভিন্ন আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এবং চীনের জনগণের বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, এই বছর মৈত্রী পদক পাওয়া দিলমা রৌসেফ তাদের মধ্যে অন্যতম প্রতিনিধি। চীনের জনগণ বিশ্ব শান্তি রক্ষায়, উন্নয়ন প্রচারে এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনে সকল দেশের মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান প্রেসিডেন্ট সি।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি