২১তম চীন-আসিয়ান এক্সপোতে রেকর্ড সংখ্যক কোম্পানির অংশগ্রহণ
2024-09-29 16:46:23

সেপ্টেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: প্রায় সাড়ে তিন হাজার কোম্পানির অংশগ্রহণে শেষ হয়েছে ২১তম চীন-আসিয়ান এক্সপো শনিবার দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে এই প্রদর্শনী শেষ হয়।

আয়োজকরা বলছেন, এবারের এক্সপোতে অংশ নেওয়া সাড়ে তিন হাজারের কোম্পানির মধ্যে হাজার জন সরাসরি নানিংয়ে অংশগ্রহণ করেছে। এদের মধ্যে ৭৪০টি প্রতিষ্ঠান ছিল আসিয়ানভূক্ত দেশের।

ছাড়া এবারের এক্সপোতে ১০৯টি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ৬৯ শতাংশ উৎপাদন খাতে।

এই বছর এক্সপোর প্রদর্শনী এলাকা ছিল প্রায় লাখ বর্গ মিটার। এবারের এক্সপোতে কৌশলগত উদীয়মান নানা বিষয়, ডিজিটাল প্রযুক্তি এবং আসিয়ান হাই-টেক পণ্যের ক্ষেত্র যুক্ত করা হয়েছে।

২০০৪ সালে প্রথম চীন-আসিয়ান এক্সপো অনুষ্ঠিত হওয়ার পর থেকে, ইভেন্টটি আসিয়ান উদ্যোগগুলোর চীনা বাজারে প্রবেশের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।

২২তম চীন-আসিয়ান এক্সপো ২০২৫ সালের ১৭ থেকে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

নাহার/ফয়সল

তথ্য ছবি- সিনহুয়া

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিনহুয়া