চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে সম্মানসূচক খেতাব প্রদান করবেন প্রেসিডেন্ট সি
2024-09-28 17:17:45

সেপ্টেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: গণপ্রজাতন্ত্রী চীনের (পিআরসি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে রোববার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে একটি অনুষ্ঠানে জাতীয় পদক এবং সম্মানসূচক খেতাব প্রদান করবেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং।

অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি গুরুত্বপূর্ণ ভাষণও দেবেন। এতে প্রজাতন্ত্র পদক, মৈত্রী পদক এবং জাতীয় সম্মানসূচক পদক দেওয়া হবে।

এ বছর প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে ১৫ জনকে জাতীয় পদক এবং জাতীয় সম্মানসূচক খেতাব প্রদান করা হবে। রোববারের অনুষ্ঠানটি চায়না মিডিয়া গ্রুপ এবং সিনহুয়ানেট সরাসরি সম্প্রচার করবে।

১৯৪৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের থিয়ানআনমেন মহাচত্বর থেকে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দেন কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সে তুং। সেদিন পৃথিবীর বুকে পুনরায় মাথা উঁচু করে দাঁড়ায় নয়াচীন; অবসান ঘটে হাজার হাজার বছরের প্রাচীন চীনে শত বছরের বিদেশি আগ্রাসন ও অপশাসনের।

এরপর থেকে দিনটিকে জাতীয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে পালন করে আসছে চীন। প্রতিবছর এ দিনটিকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও উদযাপন করা হয় নানা আয়োজনের মধ্যদিয়ে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিজিটিএন