সেপ্টেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগরে চীনের রেনআই চিয়াওর জলসীমায় একটি বেসামরিক ফিলিপাইনের জাহাজের পরিচালিত সরবরাহ মিশন পর্যবেক্ষণ করেছে চীনা কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মুখপাত্র লিউ তেচুন শুক্রবার বলেছেন, বৃহস্পতিবার রেনআই চিয়াওতে বেআইনিভাবে নোঙর করা ফিলিপাইনের যুদ্ধজাহাজে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করাটা ছিল অস্থায়ী ব্যবস্থা ছিল যা চীনা ও ফিলিপাইন পক্ষের দ্বারা সম্মত হয়েছিল।
লিউ ফিলিপাইনের প্রতি তাদের প্রতিশ্রুতিকে সম্মান করা এবং সমুদ্র পরিস্থিতি ভালোভাবে পরিচালনা করতে চীনের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, চীনের নানশা ছুনতাও ও রেনআই চিয়াওসহ আশেপাশের জলসীমায় আইন প্রয়োগকারী কার্যক্রম চালিয়ে যাবে চীনা কোস্ট গার্ড।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন