ইউক্রেন সংকটের বিষয়ে ‘ফ্রেন্ডস অফ পিস’ গ্রুপ জাতিসংঘে প্রতিষ্ঠিত
2024-09-28 19:21:45

সেপ্টেম্বর ২৭: ইউক্রেন সংকটের বিষয়ে ‘ফ্রেন্ডস অফ পিস’ গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠক স্থানীয় সময় গতকাল (শুক্রবার)  নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হয়।

 বৈঠকে যৌথভাবে-সভাপতিত্ব করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েরা এবং ব্রাজিলের প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা আমোরিম। মিশরের পররাষ্ট্রমন্ত্রী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীসহ ১৭টি ‘গ্লোবাল সাউথ’ দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন।

ওয়াং ই বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র একটি উদ্দেশ্যে, আর তা হলো শান্তি খোঁজা। ইউক্রেন সংকট তৃতীয় বছরে গড়িয়েছে। যুদ্ধ এখনও ছড়িয়ে পড়ছে, স্পিলওভারের ঝুঁকি বাড়ছে, শান্তির ভোর এখনও উদিত হয়নি এবং পরিস্থিতির অবনতি উদ্বেগজনক। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল যুদ্ধবিরতি এবং যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি অর্জনের জন্য ‘গ্লোবাল সাউথে’র দেশগুলোর মধ্যে প্রচেষ্টা চালানোর জন্য আরও শক্তিকে একত্রিত করা এবং শক্তিশালী কণ্ঠস্বর সংগ্রহ করা।

ওয়াং ই উল্লেখ করেছেন যে, চীন সর্বদা ইউক্রেন ইস্যুতে একটি উদ্দেশ্যমুখী এবং ন্যায্য অবস্থান মেনে চলেছে, সর্বদা শান্তি ও আলোচনার প্রচারে জোর দিয়েছে এবং সর্বদা শান্তির পক্ষে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং স্পষ্টভাবে ধারাবাহিক নীতিগত অবস্থান তুলে ধরেছেন, যা ইউক্রেন ইস্যুতে চীনের মৌলিক নীতি। চীনের প্রস্তাবনা এবং মধ্যস্থতা প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ‘গ্লোবাল সাউথে’র দেশগুলোর কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।

(লিলি/হাশিম/স্বর্ণা)