শাংহাইয়ে চীন-আরব থিংক-ট্যাঙ্ক জোটের প্রথম সম্মেলন অনুষ্ঠিত
2024-09-28 17:20:21

সেপ্টেম্বর ২৮: চীন-আরব থিংক ট্যাঙ্ক জোটের প্রথম সম্মেলন গতকাল (শুক্রবার) শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী তেং লি, আরব লীগের সহকারী মহাসচিব আহমদ রশিদ খাত্তাবি সম্মেলনে উপস্থিত ছিলেন এবং ভাষণ দেন।

ভাষণে তেং লি বলেন, শাংহাইয়ে চীন-আরব থিংক ট্যাঙ্ক জোট হল চীন-আরব সম্পর্ক গভীর উন্নয়ন ও রাজনৈতিক আস্থা জোরদারের ফলাফল, দু’পক্ষ যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণ করার প্রয়োজন এবং একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা ও অভিন্ন ভবিষ্যৎ তৈরি করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা করেন জোটটি পরিষেবা উন্নয়ন, শান্তি প্রচার, ন্যায়বিচারের আহ্বান, আদান-প্রদান সম্প্রসারণ এ ৫টি লক্ষ্যকে কেন্দ্র করে নতুন যুগে চীন-আরব সম্পর্কের উন্নয়ন ও ‘গ্লোবাল সাউথে’র সহযোগিতার জন্য শক্তিশালী বুদ্ধিবৃত্তিক সমর্থন প্রদান করবে।

ফিলিস্তিন সমস্যা সম্পর্ক তেং লি আশা করেন জোটটি দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়নের সমাধান উত্থাপন করতে পারে, ফিলিস্তিন সমস্যার সার্বিক, ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য জ্ঞান অবদান রাখবে।

খাত্তাবি ও অন্যান্য আরব প্রতিনিধিরা চীনের উন্নয়ন সাফল্যের উচ্চ প্রশংসা করেন এবং আশা করেন চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার হবে, একসঙ্গে আধুনিকায়ন বাস্তবায়ন করবে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)