সেপ্টেম্বর ২৮: চলতি বছরের সেপ্টেম্বরে, পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে অরেঞ্জ লাইন পাতাল রেলের মোট যাত্রীর পরিমাণ ২০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।
অরেঞ্জ লাইন মেট্রোর ২০০ মিলিয়ন যাত্রী বহন উন্মোচন অনুষ্ঠানে পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত চিয়াং জাই তুং বলেন যে, চীন ও পাকিস্তান অপারেশন এবং রক্ষণাবেক্ষণ দলের মধ্যে সহযোগিতার মাধ্যমে ২ হাজারটিরও বেশি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে অরেঞ্জ লাইন পাতাল রেলের কার্যক্রম অবশ্যই আরও ভালো এবং উন্নত হবে।
অরেঞ্জ লাইন পাতাল রেল চীনা এন্টারপ্রাইজ দ্বারা নির্মিত হয়েছে এবং মোট দৈর্ঘ্য ২৭ কিলোমিটার এবং তার ২৬টি স্টেশন রয়েছে। ২০২০ সালের অক্টোবার চালু হওয়া এ প্রকল্পটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রাথমিক ফলাফল।
(স্বর্ণা/হাশিম/লিলি)