লেবাননের রাজধানীতে ইসরায়েলের তীব্র বিমান হামলা
2024-09-28 17:22:11

সেপ্টেম্বর ২৮: ইসরায়েল গতকাল (শুক্রবার) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে তীব্র বোমাবর্ষণ করেছে। বিমান হামলা প্রায় ৪ ঘণ্টা ধরে চলে।

এটা হল গত এক বছরে লেবানন-ইসরায়েল সংঘর্ষে বৈরুতের সবচেয়ে নিবিড় ও বিধ্বংসী বিমান হামলা। লেবাননের হিজবুল্লাহের নেতা শেখ হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

ইসরায়েল সামরিক বাহিনী সেদিন বলে, তারা বৈরুত এলাকায় হিজবুল্লাহর কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বৈরুতের অনেক জায়গায় বিস্ফোরণ ঘটে দাবানল ছড়িয়েছে।

নাসরুল্লাহ নিরাপদ কিনা এ বিষয়ে হিজবুল্লাহ এখনও কোনো বিবৃতি দেয়নি।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)