সেপ্টেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: দেশের প্রথম পুনঃব্যবহারযোগ্য স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। শুক্রবার উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উৎক্ষেপণ করা হয়। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
শিচিয়ান-১৯ নামের এই স্যাটেলাইটটি লং মার্চ ২ডি ক্যারিয়ার রকেটে করে একটি পূর্বনির্ধারিত কক্ষপথে পাঠানো হয়।
চায়না একাডেমি অফ স্পেস টেকনোলজির নির্মিত এই স্যাটেলাইট মহাকাশ ভিত্তিক মিউটেশন ব্রিডিং প্রোগ্রামের পরিষেবা প্রদান এবং দেশীয়ভাবে উন্নত উপকরণ ও ইলেকট্রনিক উপাদান গবেষণার জন্য ফ্লাইট টেস্ট পরিচালনার কাজ করবে।
প্রশাসন বলছে, এই পরিষেবাটি মাইক্রোগ্রাভিটি ও জীববিজ্ঞানের পাশাপাশি বীজ সংক্রান্ত কাজ করবে।
এটি ছিল লং মার্চ সিরিজের রকেটগুলোর ৫৩৭তম ফ্লাইট মিশন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া