প্রকাশ্যে 'তাইওয়ানের স্বাধীনতার' বিরোধিতা করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান চীনের
2024-09-28 17:09:32

সেপ্টেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি মেনে চলা ও  প্রকাশ্যে ‘তাইওয়ানের তথাকথিত স্বাধীনতার বিরোধিতা করা এবং চীনের শান্তিপূর্ণ পুনর্মিলনকে সমর্থনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দক্ষিণ চীন সাগরে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে চীনের তীব্র বিরোধিতার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনার সময় এ আহ্বান জানান ওয়াং ই।

ওয়াং মন্তব্য করেছেন, চীন-মার্কিন স্থিতিশীলতার সম্পর্ক উভয় জাতির উপকারে আসবে। তবে আলোচনায় বসার কথা বলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের দমন করার যে ‘দ্বিমুখী’ নীতি আছে, সেটার সমালোচনাও করেন তিনি। এ কারণে চীন-মার্কিন সম্পর্কে যুক্তিপূর্ণ বোঝাপড়ার আহ্বান জানান ওয়াং।

তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা দ্বারা সৃষ্ট হুমকিকে ফোকাস করে ওয়াং বলেছেন, এই ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালীর শান্তি নষ্ট করে। তিনি ব্লিঙ্কেনকে মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে এই অঞ্চলে স্থিতিশীলতা চায়, তবে তাদের অবশ্যই এক-চীন নীতি সমর্থন করতে হবে এবং তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে।

জাতীয় নিরাপত্তার বিষয়কে রাজনীতিকরণ এবং মানবাধিকারের ছদ্মবেশে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ওয়াং যুক্তরাষ্ট্রের নিন্দা করেছেন। তিনি সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বের ওপর জোর দিয়ে বিষয়টি উৎসাহিত করার জন্য বাধা অপসারণের আহ্বানও জানান।

দক্ষিণ চীন সাগর ইসুতে সরাসরি জড়িত পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আঞ্চলিক শান্তিকে ব্যাহত করে এমন উত্তেজনা উসকে দেওয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা সান ফ্রান্সিসকোতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের মূল চুক্তি বাস্তবায়ন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে যোগাযোগ বজায় রেখে সংলাপ বৃদ্ধি এবং স্থিতিশীল, স্বাস্থ্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নীত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে।

 

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিজিটিএন