সেপ্টেম্বর ২৭: সদ্য-সমাপ্ত ২০২৪ বিশ্ব ম্যানুফেকচারিং বা উৎপাদন শিল্প সম্মেলনের ফলাফল নিয়ে গতকাল (বৃহস্পতিবার) আয়োজিত সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে ৩৬৯.২ বিলিয়ন ইউয়ান বিনিয়োগে ৭১৮টি সহযোগিতা প্রকল্প স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে উৎপাদন শিল্প প্রকল্প ৬৭৯টি, বিনিয়োগ পরিমাণ ৩২৭.৩ বিলিয়ন ইউয়ান, যা প্রকল্পের মোট সংখ্যা ও মোট বিনিয়োগ পরিমাণের যথাক্রমে ৯৫ ও ৮৯ শতাংশ।
জানা গেছে, এবারের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘২০২৪ চীনের উৎপাদন শিল্পে ৫০০ শক্তিশালী প্রতিষ্ঠান’ তালিকা প্রকাশিত হয়। সম্মেলনের ৯টি প্রদর্শনী অঞ্চলের আয়তন ছিল ২০ হাজার বর্গমিটার। ৪৫১টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ২ হাজার ৬০৫টি পণ্য প্রদর্শন করে। এতে পুরোপুরিভাবে নয়াচীন প্রতিষ্ঠার ৭৫ বছরে চীনা উৎপাদন শিল্পের উন্নয়ন ফলাফল এবং বিশ্ব উৎপাদন শিল্পের নতুন পণ্য ও নতুন প্রযুক্তি প্রদর্শিত হয়। (প্রেমা/হাশিম/ছাই)