চীনের সাথে বাণিজ্য-সহযোগিতা বাড়াতে আগ্রহী আসিয়ান
2024-09-27 19:30:06


সেপ্টেম্বর ২৭: সম্প্রতি চীনের কুয়াংসি প্রদেশের নাননিংয়ে ২১তম চীন-আসিয়ান মেলায় অংশগ্রহণকারী আসিয়ানভুক্ত দেশগুলোর কর্মকর্তারা, সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে, বলেন, ‘চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল ৩.০’ আলোচনার সফল সমাপ্তির প্রত্যাশা করছেন তাঁরা।

সাক্ষাত্কারে লাও উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল ৩.০’ নিয়ে চলমান আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চীন-আসিয়ান অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য ও উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক সাক্ষাত্কারে বলেন, ‘চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল ৩.০’ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে; মধ্যবর্তী পণ্যবাণিজ্য, ডিজিটাল-বাণিজ্য, ও আন্তঃসীমান্ত ই-বাণিজ্যে গতির সঞ্চার করবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)