সেপ্টেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চীনের একটি নিয়মিত সামরিক মহড়া, যা সম্পূর্ণ বৈধ ও যুক্তিসঙ্গত। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং জানালেন এ কথা।
চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গণমুক্তি ফৌজের (পিএলএ) রকেট বাহিনী ফোর্স প্রশান্ত মহাসাগরে একটি সিমুলেটেড ওয়ারহেড বহনকারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
চাং বলেন, এ ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মহড়ায় অস্ত্র ও সরঞ্জামের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি সেনাদের প্রশিক্ষণের স্তরও পরীক্ষা করা হয়।
চীনের পারমাণবিক নীতির চিত্র তুলে ধরে চাং সিয়াওকাং বলেন, চীনের পারমাণবিক নীতি অত্যন্ত স্থিতিশীল, সামঞ্জস্যপূর্ণ এবং পূর্বাভাসযোগ্য। চীন সবসময় পরমাণু অস্ত্রের 'প্রথম ব্যবহার না করার' নীতি অনুসরণ করে।
তিনি আরও বলেন, আত্মরক্ষার পারমাণবিক কৌশল এবং অস্ত্র প্রতিযোগিতা না করার নীতিও অনুসরণ করে চীন। এ ছাড়া, পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ নয়, এমন রাষ্ট্র এবং পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলগুলোর বিরুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করবে না চীন।
ফয়সল/শান্তা