সেপ্টেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: জি-২০ সদস্যদের শক্তিশালী দেশ হিসেবে দায়িত্ব নেওয়া এবং অংশীদারিত্বের মনোভাব নিয়ে বিশ্বব্যাপী শাসন ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়া উচিত। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং বলেন, জি-২০’র উচিত জাতিসংঘের সংস্কারের সমর্থক হিসেবে কাজ করা, প্রকৃত বহুপাক্ষিকতাকে সমর্থন করা এবং বেছে বেছে নেওয়া বহুপাক্ষিকতার পন্থা এড়ানো।
তিনি আরও বলেন, জি ২০-এর উচিত বিশ্বব্যাপী অর্থনৈতিক ও আর্থিক শাসন সংস্কারের প্রবর্তক হিসেবে কাজ করা। এটিকে সামষ্টিক অর্থনৈতিক নীতি সমন্বয় ও আর্থিক ব্যবস্থার সংস্কারে জোর দেওয়া উচিত, যাতে উন্নয়নশীল দেশগুলো আরও বেশি করে নিজেদের কথা বলার সুযোগ পায়।
ওয়াং বলেন, বিশ্বব্যাপী বাণিজ্য প্রশাসন সংস্কারের প্রবর্তক হিসেবে কাজ করতে হবে জি ২০’কে। তার মতে, গ্রুপটির ন্যায্য ও বৈষম্যহীন বাণিজ্য ও বিনিয়োগের এমন পরিবেশ তৈরি করা উচিত যাতে সব ধরনের সুরক্ষাবাদের বিরোধিতা করা যায়।
ফয়সল/শান্তা