সেপ্টেম্বর ২৭: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গতকাল (বৃহস্পতিবার) একটি বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের ‘তীর’ দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলের দিকে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে আকাশেই আটকে দিয়েছে। এতে বিস্ফোরণ ঘটে এবং বোমার ধ্বংসাবশেষ মাটিতে পড়ে।
ইসরায়েলের জরুরি গ্রুপ ম্যাগনা ডেভিড অ্যাপোস্টেল জানায়, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনী গত ১৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেছে, এ সংগঠনটি সেদিন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করেছে, যা একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী একই দিনে একটি বিবৃতিতে বলে, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক হামলা আটকে দিয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
(রুবি/হাশিম/সুবর্ণা)