হাংচৌয়ে উপাত্ত সুরক্ষা ও প্রশাসনসংশ্লিষ্ট বিশেষ সম্মেলন অনুষ্ঠিত
2024-09-27 19:31:10


সেপ্টেম্বর ২৭: গতকাল (বৃহস্পতিবার) চীনের হাংচৌ শহরে, তৃতীয় বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্য মেলার অংশ হিসেবে, কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগে উপাত্ত সুরক্ষা ও প্রশাসনসম্পর্কিত একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশের বর্তমান যুগে ও বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের জোরালো উত্থানের সময়ে, উপাত্ত সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। সুরক্ষিত উপাত্ত ও দক্ষ প্রশাসন ডিজিটাল-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে চীনের তথ্য সমিতির তথ্য নিরাপত্তা পেশাদার কমিটি এবং চীনের সাইবার নিরাপত্তা শিল্প জোটের যৌথ উদ্যোগে ‘প্রতিষ্ঠানের উপাত্তের আন্তঃসীমান্ত সুরক্ষা সম্মতির জন্য নির্দেশিকা’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। একইসাথে, ‘ডেটা সিকিউরিটি অ্যান্ড ফেডারেটেড লার্নিং’-এর দ্বিতীয় সংস্করণও প্রকাশিত  হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)