হাংচৌয়ে চলছে বিশ্ব ডিজিটাল-বাণিজ্য মেলা
2024-09-27 18:49:05


সেপ্টেম্বর ২৭: তৃতীয় বিশ্ব ডিজিটাল-বাণিজ্য মেলা চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌয়ের কনভেনশন প্রদর্শনীকেন্দ্রে শুরু হয়েছে গত ২৫ সেপ্টেম্বর; চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

মেলায় অংশগ্রহণকারীরা বলছেন, চীনের সাথে ডিজিটাল-বাণিজ্য খাতে সহযোগিতা আরও গভীর করতে তাঁরা আগ্রহী। এবারের ডিজিটাল বাণিজ্য-মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘ডিজিটাল-বাণিজ্য, ব্যবসার সুযোগ, ও বিশ্বের সাথে সংযোগ’।

কাজাখস্তান ও  থাইল্যান্ড এবারের মেলার সম্মানিত অতিথিদেশ এবং চীনের কুয়াংতুং প্রদেশ সম্মানিত অতিথি-প্রদেশ। প্রদর্শনীস্থলের মোট আয়তন ১ লাখ ৫০ হাজার বর্গমিটার, যা গতবারের তুলনায় ৮৮ শতাংশ বেশি। ৩২টি দেশ ও অঞ্চল থেকে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো এতে অংশগ্রহণ করছে।

ডিজিটাল বাণিজ্য-মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী থাই প্রতিনিধি দলের প্রধান বলেন, থাইল্যান্ড ডিজিটাল অবকাঠামো নির্মাণের কাজ ত্বরান্বিত করছে এবং ঐতিহ্যবাহী অর্থনীতিকে ডিজিটাল-অর্থনীতিতে রূপান্তরকে উত্সাহিত করছে। বিশ্ব ডিজিটাল-বাণিজ মেলা থাইল্যান্ডের ডিজিটাল-অর্থনীতির বিকাশে সহায়ক হবে। (ওয়াং হাইমানা/আলিম/ছাই)