সেপ্টেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: তাজা মাছের ঝাঁক মানেই মৎস্যজীবীর মুখে হাসি। এখন বিভিন্ন জলাশয়ে চলছে শরৎকালীন মাছধরা। চিয়াংসি প্রদেশের সিনইয়ু সিটির সিয়ানইয়ু লেকে মৎস্যজীবীদের জালে উঠেছে ৫০ মেট্রিক টনের বেশি বিগহেড কার্প এবং সিলভার কার্প মাছ।
মাছগুলো দ্রুত পাঠিয়ে দেয়া হয়েছে চিয়াংসি, চেচিয়াং, ফুচিয়ান এবং হ্যনান প্রদেশের বাজারে। সেখান থেকে ক্রেতার খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে তাজা মাছ।
শান্তা/ফয়সল