সেপ্টেম্বর ২৭: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে, নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা ওলির সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।
বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও নেপাল একে অপরের বন্ধু ও কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। চীন তার প্রতিবেশী-কূটনীতিতে নেপালকে সবসময় একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রাখে। আগামী বছর হলো দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। দু’দেশের এ সুযোগ ধরে, যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায়, সহযোগিতা সম্প্রসারণ করা উচিত।
ওয়াং ই আরও বলেন, চীন বরাবরই নেপালের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখন্ডের অখণ্ডতার প্রতি সমর্থন দিয়ে আসছে। নেপাল কখনও চীন-বিরোধী কার্যকলাপে জড়িত ব্যক্তিবর্গকে নিজের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি, চীন যার প্রশংসা করে। চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন স্বল্পোন্নত দেশগুলোর সকল পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং, যার সুবিধা নেপালও পাবে। চীন নেপালের সাথে সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতেও ইচ্ছুক।
জবাবে ওলি বলেন, নেপাল সরকার, বিভিন্ন দল ও জনগণ চীনে সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমর্থন করে। নেপাল ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে। নেপাল চীনের সাথে সহযোগিতা জোরদার করতে, নেপাল-চীন অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে, এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যেতে ইচ্ছুক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)