হিজবুল্লাহ-ইসরায়েল সংঘর্ষের এক বছরে লেবাননে ১৫৪০ জন নিহত
2024-09-27 10:37:06

সেপ্টেম্বর ২৭: লেবানন সরকারের অধীনস্থ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা গ্রুপ গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতে বলছে, গত বছরের অক্টোবর মাসের প্রথম দিক থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে লেবাননে ১ হাজার ৫৪০ জন নিহত এবং ৫ হাজার ৪১০ জন আহত হয়েছে।

বিবৃতি লেবানন গণ-স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে জানানো হয়, বৃহস্পতিবার ইসরায়েল লেবাননের বেশ কয়েকটি অঞ্চলের উপর ১১৫ বার হামলা চালায়। এতে ৬০ জন নিহত এবং ৮১ জন আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির ১৫০টি পুনর্বাসন কেন্দ্রে ৩৩.৫ হাজার গৃহহারা মানুষ নিবন্ধন করেছে। বর্তমানে দেশটির ৫৬৫টি পুনর্বাসন কেন্দ্রে মোট ৭৭.১ হাজার গৃহহারা মানুষ নিবন্ধিত হয়েছে।

(প্রেমা/হাশিম/ছাই)