কেনিয়ায় চীনা পর্যটকের সংখ্যা বাড়ছে
2024-09-27 18:37:38

সেপ্টেম্বর ২৭: আজ (শুক্রবার) ২৭ সেপ্টেম্বর হলো ‘বিশ্ব পর্যটন দিবস’। এ উপলক্ষ্যে, কেনিয়ার পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে কেনিয়ায় আসা আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ছিল ১৯.৫ লাখ, যা ২০২২ সালের চেয়ে ৩১ শতাংশ বেশি। এর মধ্যে চীনা পর্যটকের সংখ্যা ছিল ৫৩ হাজার।  

এদিকে, চীন আফ্রিকার সাথে অবকাঠামো খাতে যে সহযোগিতা করছে, তাতে স্থানীয় পর্যটন-শিল্প উন্নত হচ্ছে। চীনা প্রতিষ্ঠানের নির্মিত মোম্বাসা-নাইরোবি রেলওয়ে কেনিয়ার স্বাধীনতার পর নির্মিত সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। বিদেশী গণমাধ্যমের মূল্যায়ন অনুসারে, এটি হলো বিশ্বের ১৩টি সবচেয়ে সার্থক রেল-ভ্রমণরুটের মধ্যে একটি। (ছাই/আলিম/ওয়াং হাইমান)