বিশ্ব উন্নয়ন প্রস্তাব, ‘গ্লোবল সাউথ’ সমর্থনে চীনের কার্যক্রম অনুষ্ঠানে ওয়াং ই’র উপস্থিতি
2024-09-27 14:44:50

সেপ্টেম্বর ২৭: স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ‘বিশ্ব উন্নয়ন প্রস্তাব, গ্লোবল সাউথ সমর্থনে চীনের কার্যক্রম’ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং এবং জাতিসংঘের উপমহাসচিব লি জুন হুয়াসহ বিশ্বের ২০টিরও বেশি দেশের মন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অভিনন্দনবার্তায় ওয়াং ই বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং বিভিন্ন পক্ষের যৌথ প্রয়াসে বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব আন্তর্জাতিক মতৈক্যে পরিণত হয়েছে এবং তা জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন পরিকল্পনায় চীনা প্রস্তাব ও শক্তি যুগিয়েছে।

গত ৩ বছরে বৈশ্বিক উন্নয়ন প্রস্তাবের উদ্যোগে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ বিভিন্ন খাতে কার্যকর হয়েছে এবং বিভিন্ন ধরনের অংশীদারি সম্পর্ক গঠন করা হয়েছে। দক্ষিণ ও উত্তর সংলাপ, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং প্রস্তাবের ব্যবস্থার রচনা দিন দিন পরিপূর্ণ হচ্ছে, যা ‘গ্লোবল সাউথের’দ্রুত উন্নয়নে ইতিবাচক ভুমিকা পালন করেছে।

তিনি আরো বলেন, বিশ্বের আধুনিকায়ন প্রক্রিয়া থেকে কোনো দেশ পিছিয়ে থাকবে না, ‘গ্লোবল সাউথ’দেশগুলোর পুনরুত্থানে সমর্থন দেওয়া হবে বৈশ্বিক উন্নয়ন প্রস্তাবের প্রাধান্যের বিষয়। চীন বিভিন্ন পক্ষের সাথে এ প্রস্তাব নিয়ে সহযোগিতা করতে ইচ্ছুক এবং জাতিসংঘের ২০৩০ আজেন্ডার বাস্তবায়নে চেষ্টা করবে, যাতে আধুনিকায়নের সাফল্য থেকে প্রত্যেক দেশ উপকৃত হতে পারে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপিত ফিলেমন বলেছেন, চীনের উত্থাপিত বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব বহু দেশের সমর্থন পেয়েছে, তা জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার বাস্তবায়ন এবং ‘গ্লোবল সাউথ’ দেশগুলোর উন্নয়নে নতুন পথ প্রদান করেছে, যা খুবই তাত্পর্যপূর্ণ।

(সুবর্ণা/হাশিম/রুবি)