নেপালের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা ভাইস প্রিমিয়ারের সাক্ষাৎ, সহযোগিতা গভীর করার আশ্বাস
2024-09-27 18:18:15

সেপ্টেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েশিয়াংয়ের সঙ্গে বেইজিংয়ে দেখা করেছেন নেপালের উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউদেল। বৃহস্পতিবারের এ সাক্ষাতে দুই পক্ষই পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং বলেন, চীন ও নেপাল পাহাড় ও নদী দিয়ে সংযুক্ত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং ভিন্ন আকারের দেশের মধ্যে সমতা ও পারস্পরিক আদান-প্রদানের একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে দেশ দুটি।

তিং বলেন, ২০১৯ সালে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের নেপালে ঐতিহাসিক সফরের সময়, দুই দেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য চিরস্থায়ী বন্ধুত্বকে একটি কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করেছে।

তিনি বলেন, চীন নেপালের সঙ্গে দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় কাজ করতে ইচ্ছুক। সেইসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে আরও গভীর করতে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার উন্নয়ন এবং চীন-নেপালের সম্পর্ককে আরও উচ্চ-পর্যায়ে নিয়ে যেতে চায় চীন।

পাউদেল বলেন, নেপাল দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং চীনের মূল স্বার্থ রক্ষায় সমর্থন দেয়।

তিনি আরও বলেন, তার দেশ চীনের সঙ্গে শাসনের অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা আরও গভীর করতে চায়।

ফয়সল/শান্তা