সেপ্টেম্বর ২৭: ‘বিশ্ব নকশা শহর সম্মেলন, ২০২৪’ আজ (শুক্রবার) চীনের শাংহাই শহরে শুরু হয়েছে। শাংহাই শহরের গণসরকার ও ইউনেস্কো’র উদ্যোগে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবারের সম্মেলন আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিপিসি’র প্রচার বিভাগের উপমন্ত্রী পর্যায়ের কর্মকর্তা ও সিএমজি’র প্রধান শেন হাই সিয়ং তাঁর ভাষণে বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং শাংহাইকে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রক্রিয়ায় নেতৃস্থানীয় ও অনুকরণীয় ভূমিকা পালন করতে উত্সাহিত করেন। নতুন যাত্রায় শাংহাই শহর নকশা শিল্পকে শক্তিশালী করে, শাংহাই বৈশিষ্ট্যের সাথে বিশ্বের ভিশনের সমন্বয় ঘটাবে।
তিনি আরও বলেন, একটি সমাজতান্ত্রিক আধুনিক আন্তর্জাতিক মহানগরের কমনীয় মেজাজ প্রদর্শন করে শাংহাই। ভবিষ্যতে সিএমজি শাংহাইয়ের বিভিন্ন মহল এবং সারা বিশ্বের ডিজাইনার, শিল্পী ও উদ্ভাবকদের সঙ্গে নিয়ে নকশা শিল্পের উদ্ভাবন ও উন্নয়ন ত্বরান্বিত করবে।
শাংহাই শহরের সিপিসি’র কমিটির উপসম্পাদক ও মেয়র কং চেং তার ভাষণে বলেন, বর্তমানে শাংহাইকে বৈশ্বিক প্রভাবসমৃদ্ধ একটি আধুনিক সমাজতান্ত্রিক আন্তর্জাতিক মহানগর হিসেবে গড়ে তোলার কাজ ত্বরান্বিত হচ্ছে। আমাদের নকশার বহুমুখী মূল্য ও ফাংশনের ওপর গুরুত্ব দিতে হবে। শাংহাইয়ের বহুমুখী সুবিধা আরও উন্নত করতে হবে; নতুন উত্পাদনশীল শক্তির বিকাশ ঘটাতে হবে; উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণকে কেন্দ্র করে, নকশার মাধ্যমে বিশ্বের জন্য একটি যোগাযোগের সেতু গড়ে তুলতে হবে। শাংহাইয়ে নতুন ও দরকারী অভিজ্ঞতা সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, শাংহাই টানা তিন বছর ধরে বিশ্ব নকশা শহর সম্মেলন আয়োজন করে আসছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য: নকশার সীমা নেই; নতুন মান উন্নয়ন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)