রোবটের সঙ্গে বন্ধুত্ব
2024-09-27 18:24:30

সেপ্টেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: মানব শিশু হাত বাড়িয়ে দিচ্ছে রোবটের দিকে। এটাই হয়তো ভবিষ্যত বিশ্বের ছবি। চীনের আনহুই প্রদেশের হ্যফেই সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ম্যানুফেকচারিং কনভেনশন ২০২৪। এ বছরের কনভেনশনের প্রতিপাদ্য ‘ইন্টেলিজেন্ট ম্যানুফেকচারিং অ্যান্ড গ্রিন ফিউচার’ বা ‘কৃত্রিম বুদ্ধিমত্তার উৎপাদন এবং সবুজ ভবিষ্যত’।

এই থিমের সাথে ইভেন্টের লক্ষ্য নতুন পথ, প্রযুক্তি এবং চ্যালেঞ্জগুলো অন্বেষণ করা, উৎপাদন শিল্পের বুদ্ধিমান এবং সবুজ রূপান্তর।

এই কনভেনশনে আগত দর্শকরা নতুন প্রযুক্তি দেখে মুগ্ধ হন। বিশেষ করে শিশুরা হিউম্যানয়েড রোবট বা মানবাকৃতির রোবটের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে।

শান্তা/ফয়সল